বেসিক স্কিন কেয়ার কি?

সৌন্দর্য নিয়ে সচেতন নয় এমন মানুষ আজকাল খুব কমই পাওয়া যাবে। সবাই চাই নিজের ত্বকটাকে সব সময় সুন্দর রাখার জন্য । ত্বককে সুন্দর রাখতে চাইলে স্ক্রিন কেয়ারের কোন বিকল্প নেই । আমাদের অনেকের স্কিনে হয়তো দাগ নেই কোন ব্রনের সমস্যা নেই। কিন্তুু স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা  হারিয়ে গিয়েছে। স্কিনকে সব সময় সতেজ রাখার জন্য লাবণ্যময় রাখার জন্য বেসিক স্কিন কেয়ার করা খুবই জরুরী। আজ আমরা কথা বলব বেসিক স্কিন কেয়ার নিয়ে। 

বেসিক স্কিন কেয়ার কি? বেসিক স্কিন কেয়ার বলতে বোঝায় একদমই প্রধান স্কিন কেয়ার প্রোডাক্টগুলো যেগুলো আমাদের সবার স্কিনের জন্য খুবই জরুরী । ত্বকের বেসিক স্কিন কেয়ার করার জন্য কিন্তু অনেক অনেক স্কিনকেয়ার প্রোডাক্ট এর প্রয়োজন নেই । খুবই অল্প কিছু প্রোডাক্ট দিয়েই আমরা নিজেদের স্কিনকে লাবণ্যময়ী উজ্জ্বল রাখতে পারি সুন্দর রাখতে পারি ।  
স্কিন কেয়ার এর মধ্যে যে প্রোডাক্টটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং যার নাম সবার প্রথমে আসে তা হলো সানস্ক্রিন । স্কিন কেয়ার এর মধ্যে আমরা যে প্রোডাক্ট ই ইউজ করি না কেন সানস্ক্রিন যদি ঠিক মতন ইউজ না করি আমাদের স্কিন সুন্দর থাকবে না । দিনের পর দিন স্কিন কালো হতে থাকবে । তাই আমাদেরকে প্রতিদিন SPF 50 যুক্ত একটি সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে।  সানস্ক্রিন শুধু  আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষা দেয় তাই না এটি আমাদের স্কিনে এন্টি এজিং ক্রিম হিসেবেও কাজ করে । ছেলে মেয়ে সব বয়সেরই মানুষকে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে । 

এবার আমরা কথা বলব ময়শ্চারাইজার নিয়ে। স্কিন বিশেষজ্ঞরা মশ্চারাইজারকে আমাদের ত্বকের খাদ্য হিসেবে বিবেচনা করেন। ত্বকের আদ্রতা ধরে রাখার জন্য, রুক্ষ হওয়া থেকে রোধ করার জন্য ময়েশ্চারজার ইউজ করা খুবই জরুরী।  স্কিনের হাইড্রেশন ধরে রাখার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ময়শ্চারাইজার । স্কিন টাইপ বুঝে স্কিনের ধরন বুঝে মশ্চারাইজার বেছে নিতে হবে । ময়শ্চারাইজার আমাদের ত্বককে হাইড্রেশন দেয়ার পাশাপাশি ত্বককে কোমল রাখবে। তাছাড়াও বয়সে ছাপকে রোধ করার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই জরুরী। 

এবার আমরা কথা বলবো ডাবল ক্লিনজিং নিয়ে। স্কিনকে একদমই ভেতর থেকে পরিষ্কার রাখার জন্য ডাবল ক্লিনসিং করার গুরুত্ব অনেক বেশি। যেহেতু আমাদেরকে প্রতিদিন সানস্ক্রিন ইউজ করতে হবে। তাই প্রতিদিন সানস্ক্রিনটা স্কিন থেকে ভাল মতন রিমুভ করার জন্য ডাবল ক্লিনজিং করতে হবে। ডাবল ক্লিনসিং এর মাধ্যমে পোরস একদম ভেতর থেকে পরিষ্কার করা সম্ভব।  প্রতিদিন রাতের বেলা একবার ডাবল ক্লিনজিং করাই যথেষ্ট ।

 ত্বককে সুন্দর রাখার জন্য আমরা অনেকে অনেক রকম প্রোডাক্ট ইউজ করে থাকি। তবে না বুঝে কোনো প্রোডাক্ট ইউজ  করা একদমই উচিত না। এতে আমাদের স্কিনে খারাপ প্রভাব পড়তে পারে। স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে।  যে কোন স্কিনকেয়ার প্রোডাক্ট ইউজ এর আগে অবশ্যই ইংগ্রেডিয়েন্ট লিস্ট  চেক করে নেয়া উচিত এবং নিজের ত্বকের ধরন বুঝে, টাইপ বুঝে স্কিনকেয়ার প্রোডাক্ট বেছে নিতে হবে ।
HOME
SHOP
ACCOUNT
CART