কেনো ডাবল ক্লিনজিং গুরুত্বপূর্ণ?
আমরা সবাই কম বেশি জানি, ডাবল ক্লিনজিং একটি গুরুত্বপূর্ণ স্কিনকেয়ার যা আমাদের ত্বককে পরিপূর্ণভাবে পরিষ্কার করে থাকে। এটির প্রথম উদ্দেশ্য হল আমাদের ত্বকে সারাদিনের জমে থাকা ধুলো ময়লা গুলোকে দূর করা। ডাবল ক্লিনজিং এর অর্থই হলো একটি দুটি মাধ্যমে হয়ে থাকে। প্রথমটি ওয়াটার বেস এন্ড দ্বিতীয়টি অয়েল বেস। এটি মূলত আমাদের ত্বকের ব্রেক আউটস দূর, ক্লিয়ার কমপ্লেক্সান ইত্যাদি বেনিফিটস দিয়ে থাকে।
ব্যবহারবিধিঃ
প্রথম স্টেজ: ওয়েল বেসড ক্লিনজার
ড্রাই স্কিনের জন্য প্রথমে একটি ওয়েল বেসড ক্লিনজার অথবা ক্লিনজিং বাম পুরো মুখে এপ্লাই করে সুন্দর ভাবে ম্যাসাজ করতে হবে। ভালোভাবে মেসেজ করার পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি মূলত মেকআপ অথবা সানস্ক্রিনের একটি অংশ কে দূর করতে সাহায্য করে।
এছাড়াও বিভিন্ন ডিপ ক্লিনজিং সোপ দিয়েও আমরা খুব সুন্দরভাবে এই ক্লিনজিং এর অংশ টুকু করতে পারি। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন রিবানা মেকআপ রিমুভার সোপ
দ্বিতীয় স্টেজ: ওয়াটার বেসড ক্লিনজার
আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি ওয়াটার বেজ ক্লিনজার যেমন ফোম, জেল অথবা ক্রিম বেসড ব্যবহার করতে হবে। ত্বককে প্রথমে পানি দিয়ে সামান্য ভিজিয়ে এরপর ক্লিনজার টি ভালোভাবে মুখে এপ্লাই করে ম্যাসাজ করতে হবে এবং প্রত্যেকটি জায়গা ভালোভাবে ম্যাসাজ করার পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আমাদের অনেকের মধ্যেই একটি চিন্তা রয়েছে যে ডাবল ক্লিনসিং কি প্রতিদিন করতে হয়? সে ক্ষেত্রে বলা যায় সারাদিনের মেকআপ সানস্ক্রিন এবং ধুলোবালির জন্য রাতে ডাবল ক্লিনজিং অবশ্যই করতে হবে।
তবে মেকআপ বা সানস্ক্রিন প্রায় অনেকটা সময় ধরে আমাদের ত্বকের ওপর থাকে যার কারনে অনেক সময় ডাবল ক্লিনজিং ছাড়া এটি পরিপূর্ণভাবে পরিষ্কার হয় না। সেক্ষেত্রে আপনি ভারী মেকআপ অথবা সানস্ক্রিন ব্যবহার করলে অবশ্যই ডাবল ক্লিনজিং করার পরামর্শ রয়েছে।
ডাবল ক্লিনজিং এর গুরুত্বপূর্ণ কিছু দিক সম্পর্কে যদি আপনাদেরকে বলি সেক্ষেত্রে বলবো এটি আমাদের ত্বকের অতিরিক্ত জমে থাকা তেল এবং ধুলোবালি খুব সুন্দর ভাবে দূর করতে সাহায্য করে। এছাড়াও ডাবল ক্লিনজিং এর মাধ্যমে আমাদের পোর্সগুলো ওপেন হতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের ব্রণ অথবা ত্বকের ব্রেক আউটস গুলো থেকে ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে। আরো বলা যায়, ডাবল ক্লিনজিং এর মাধ্যমে, আমরা পরবর্তীতে আমাদের ত্বকে যে সকল প্রোডাক্টগুলো ব্যবহার করি সেগুলো সুন্দরভাবে আমাদের ত্বকের ভেতর কাজ করে এবং তত্ত্বকে সুন্দর ও প্রাণবন্ত রাখে। নিয়মিত ডাবল ক্লিন্সিং এর মাধ্যমে আমাদের ফেইস থাকবে ব্রণ মুক্ত।