প্রায় প্রতিমুহূর্তেই যেন স্কিনকেয়ার তার নিজের গেম চেঞ্জ করছে।বর্তমান বিশ্বে যেই ইনগ্রেডিয়েন্টটি সব থেকে বেশি পপুলার স্কিনকেয়ার জগতে তা হলো নায়াসিনামাইড। এই নায়াসিনামাইড ইনগ্রেডিয়েন্টটিকে ডার্মাটোলজিস্টরা বলে থাকে সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট। কারণ এটা একাই একসাথে অনেক কাজ করতে পারে । আমরা সবাই চাইবো একটা স্পটলেস স্কিন যেখানে পোরস দেখা যাবে না, স্কিনটা হবে অনেক স্মুথ এবং ফ্ললেজ। স্পটলেস হেলদি স্কিন পাওয়ার জন্য আমরা আমাদের প্রতিদিনকার স্কিনকেয়ার রুটিনে এড করতে পারি নায়াসিনামাইড।
নায়াসিনেমাইড কেনো ইউস করব?
আমাদের প্রায় সবারই স্কিনে পোরসের সমস্যা আছে। অনেকের ওপেন পোরস আছে। দেখা যায় স্কিনে পোর্স গুলো খুবই বড় বড় ।ওপেন পোরস থাকার কারণে মন চাইলেও আমরা মেকআপ করতে পারি না কারণ মেকাপ করলে ফাউন্ডেশনটা খুবই ভাসা ভাসা লাগে । আমাদের যাদের স্কিনে পোরস সমস্যা আছে আমরা নায়াসিনামাইড সিরাম ইউজ করতে পারি । এটা আমাদের একনি থেকে হওয়া স্পটকেউ দূর করতে সাহায্য করে স্কিনের পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে ।
নায়াসিনামাইড সিরাম প্রথমবার ইউজ করার সময় কত পারসেন্টেজ এরটা ইউজ করব ?
স্কিনকেয়ার বিশেষজ্ঞদের মতে যখন আমরা প্রথমবার স্কিন কেয়ার রুটিনের নায়াসিনামাইড সিরামটি এড করি আমাদের উচিত ৫% দিয়ে শুরু করা। কারণ স্কিন কেয়ারে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টটি কম পার্সেন্টেজ থেকে শুরু করতে হয় । তাই আপনি যদি স্কিনকেয়ার রুটিনে নায়াসিনামাইড সিরামটি এড করতে চান অবশ্যই আপনাকে ৫ পার্সেন্ট দিয়েই শুরু করতে হবে । তারপর চার থেকে পাঁচ মাস ইউসের পর আপনি পর্যায়ক্রমে ১০% নায়াসিনামাইড থাকা সিরামটি ইউজ করতে পারেন ।
নায়াসিনামাইড সিরাম কখন কিভাবে ইউজ করতে হয় ?
আপনি রাতের বেলায় নায়াসিনামাইড সিরাম ইউজ করতে পারেন। রাতের বেলা ডাবল ক্লিঞ্জিং শেষে স্কিন পরিষ্কার থাকা অবস্থায় দুই থেকে তিন ড্রপ নায়াসিনামাইড সিরাম ইউস করে নিবেন। মনে রাখবেন নায়াসিনামাইড এর থেকে বেশি ইউসের প্রয়োজন নেই দুই থেকে তিন ড্রপ যথেষ্ট । এরপর পাঁচ থেকে দশ মিনিটের একটা ব্রেক দিবেন। মনে রাখবেন প্রতিটা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করার পরেই একটা ছোট ৫-৬মিনিটের গ্যাপ দিতে হবে। এতে প্রতিটা প্রোডাক্টে আমাদের স্কিনে ভালোভাবে এবসোর্ভ হওয়ার সময় পায়। এরপর ইউজ করবেন আপনার পছন্দের ময়শ্চারাইজারটি । এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ভালো মশ্চারাইজার ইউজ করতে হবে।
এই সুপারস্টার নায়াসিনামাইড ইনগ্রেডিয়েন্টটি যদি আপনার স্কিনকেয়ার রুটিনে না থেকে থাকে তাহলে আজই এড করে নিন । এটি আমাদের স্কিনকে হেলদি রাখার পাশাপাশি আমাদের স্কিনের তারুন্যতা বজায় রাখবে ।