ত্বকের যত্নের ক্ষেত্রে আমাদের সবার প্রথম প্রাধান্যে থাকে মুখ। হাত, পা বা বডির দিকে আমাদের নজর থাকে খুবই কম। এভাবে এক সময় আমাদের মুখের তুলনায় বডি হয়ে যায় অনুজ্জ্বল ও মলিন।
এটা দেখতে যেমন বেমানান লাগে তেমনি বডির স্কিনেও ময়লা জমে সেটা স্থায়ী দাগ হয়ে যেতে পারে।
কারণ প্রতিনিয়ত আমাদের শরীর ধুলাবালির সংস্পর্শে আসে, গোসলের সাবান বা বডি ওয়াশ সেটিকে পরিপূর্ণভাবে পরিষ্কার করতে পারে না। আর এখানেই বডি স্ক্রাবের প্রয়োজনীয়তা৷