It's a game changer 💥💥
আমার এক্নে প্রোন স্কিন। ঘন ঘন এক্নে হয়। এক্নে/পিম্পল এর ভিতর পুজ বা কোনো লিকুইড থাকে সেই এক্নে এর উপর মুখ ধুয়ে প্যাট ড্রাই করে সেরাম,ময়েশ্চারাইজার লাগানোর আগেই একটা প্যাচ সাইজ অনুযায়ী রাতে লাগিয়ে রেখেছি। সকালে দেখি প্যাচ টা সব পুজ/লিকুইড টেনে নিয়েছে। আর এক্নে এর জায়গার ফোলা ভাব কমে গেছে। তার পরের দিন রাতে সেইম প্রসেস করেছি এখন এক্নে মিশে গেছে। 💯💯💯
✔এক্টিভ এক্নে না হলে এটা কাজ করবেনা। পুজ বা লিকুইড আছে এমন এক্নে তে কাজ করে।
✔এটাতে বড়, মাঝারি, ছোট তিন সাইজের প্যাচ থাকে।সাইজ অনুযায়ী ইউজ করা যায়।
✔ছোট প্যাচ গুলো খুব একটা কাজের না। সাধারণত মাঝারি প্যাচ গুলোই পুরো এক্নে কভার করতে পারে।
✔বেয়ার ফেইসে(স্কিনে কোনো প্রডাক্ট ব্যবহার এর আগেই এটা লাগাতে হবে নাহলে সরে যেতে পারে)
✔এটার আরেকটা বেনেফিট হলো এটা লাগানোর কারণে পিম্পলে থাকা জীবাণু অন্য যায়গায় ছড়াতে পারেনা।