শীট মাস্ক আসলে এমন একটি যাদুকরী জিনিস যার ব্যপারে আসলে শুধু বললে বুঝতে পারবেন না। এর ব্যপারে বিস্তারিত জানার জন্য অবশ্যই আগে আপনাকে অন্তত একটি শীট মাস্ক ব্যবহার করা প্রয়োজন। তবুও আমি কিছু ধারনা দিচ্ছি 💕
ঘরে অথবা বাহিরেই হোক না কেনো! আপনি কি জানেন? আপনার সাথে ক্লান্ত হয় আপনার স্কিনও
দিনের কড়া রোদ বা চুলার আগুন অথবা বলা যায় রাস্তায় উড়া ধুলোবালির কথা। কোনোটা থেকেই কি আর মুক্তি মিলে আপনার স্কিনের?
আপনার সাথে সেও সয়ে নেয় সব।
তবে সপ্তাহে একদিন যেমন আমাদের ছুটি চাই-ই চাই!
একইভাবে আমাদের স্কিনেরও দাবি এক্সট্রা কেয়ার এর।
আর শীট মাস্ক হচ্ছে এমন স্কিনের জন্য একটি যাদুকরী টোটকা✨
কেননা প্রতিটি শীট মাস্কে সিরাম এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্টগুলো এতভালোভাবে এবং এতোদ্রুত কাজ করে যা অন্য কিছু দ্বারা মিটানো খুব একটা সহজ ব্যপার হয়না।
এমনকি শীট মাস্ক ব্যবহার করাও অনেক সহজ।
১// মুখ ভালোভাবে ধুয়ে নিবেন।
২// প্যাকেট থেকে শীট মাস্ক নিয়ে মুখের শেপে বসান।
৩// ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন।
৪// এই সময়টা নিজেকে এবং নিজের মাইন্ডকে রিলেক্স রাখার চেষ্টা করুন।
৫// শীটটা উঠিয়ে ফেলে দিন। দ্বিতীয়বার মুখ ধুবার দরকার নেই।