শুধু আই ক্রিম ইউজ করলেই কি ডার্ক সার্কেল চলে যাবে ?

আমাদের অনেকেরই রাত জাগার অভ্যাস আছে। নানান রকম কারণে আমরা রাত জেগে থাকি। দীর্ঘদিন রাত জাগার কারণে, অতিরিক্ত স্ট্রেসে থাকলে দেখা যায় আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায়, চোখের নিচে ভাজ চলে আসে যা দেখতে একদমই ভালো লাগেনা ।কম বয়সী হলেও চোখে নিচে কালো দাগ থাকার কারণে আমাদেরকে দেখতে অনেক বয়স্ক লাগে । 
চোখের নিচে একবার ডার্কসার্কেল এসে গেলে সেটা রিমুভ করা অনেক কষ্টকর হয়ে পড়ে । আবার আমাদের অনেকের চোখের নিচে ফোলা ভাব থাকে । আমরা অনেকেই মনে করে থাকি শুধু আইক্রিম ইউজ করলেই ডার্ক সার্কেল চলে যাবে । ফলে দেখা যায় আমরা আইক্রিম ইউজ করেই রাত জেগে থাকি। 
কিন্তু আইক্রিম ইউসের পাশাপাশি আমাদেরকে অবশ্যই রাতে ঠিক মতন,  ঠিক সময়ে ঘুমাতে হবে। বেশি পরিমাণে পানি পান করতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে, সঠিক সময় ঘুমাতে পারলে এবং একটি ভাল ব্র্যান্ডের আইক্রিম ইউজ করতে পারলে চোখের নিচে কালো দাগের সমস্যাটা আমাদের আর হবে না  

আই ক্রিম কখন কিভাবে ইউজ করব ? 

প্রতিদিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আইক্রিম ইউজ করতে হবে । প্রতিদিন আই ক্রিম একবার ইউজ করাই যথেষ্ট। আইক্রিম লাগানোর আগে মুখ ভালোভাবে ধুয়ে নিবেন চোখের এরিয়া ভালোভাবে ধুয়ে নিবেন যদি মেকআপ করে থাকেন ভালোভাবে আই মেকআপটি অবশ্যই রিমুভ করে নিতে হবে  ঘুমানোর ১৫ মিনিট আগে আইক্রীম লাগিয়ে নিতে পারেন । খেয়াল রাখতে হবে কোনভাবেই যাতে আইক্রীম চোখের ভেতরে না যায়। চোখের নিচের এরিয়াতে আলতো হাতে আঙ্গুল দিয়ে ট্যাপ ট্যাপ করে আইক্রিম লাগাতে হবে । এরপর হালকা করে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে আই ক্রিমটি চোখে নিচে ভালোভাবে লাগিয়ে নিবেন। 


মনে রাখতে হবে আপনি যেই স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন না কেন তা অবশ্যই অরিজিনাল হতে হবে । স্কিন টাইপ বুঝে স্কিনের প্রবলেম বুঝে স্কিনকেয়ার প্রোডাক্ট চুজ করতে হবে এবং অবশ্যই  প্রোডাক্টটি নিয়ম অনুযায়ী প্রতিদিন ব্যবহার করতে হবে ।
OFFERS
SHOP
HOME
CART
BRANDS

Shopping cart

Your cart is empty