আবহাওয়ার ওপর নির্ভর করে ময়শ্চারাইজার এর ব্যবহার:
আমরা সবাই জানি ত্বকের ড্রাইনেস, ডালনেস ইত্যাদি দূর করার ক্ষেত্রে ময়শ্চারাইজার এর গুরুত্ব ঠিক কতটুকু। এবং আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই ময়শ্চারাইজার এর ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে করে থাকি। তবে ময়েশ্চারাইজার এর সঠিক ব্যবহার, কোন ধরনের ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজার এবং ঠিক কতবার ময়েশ্চারাইজার ব্যবহার করা যায় ইত্যাদি বিষয় গুলো নিয়ে আমাদের মধ্যে কেউ কেউ কিছুটা দ্বিধায় ভুগি।
আবহাওয়া অনুযায়ী ময়শ্চারাইজার সঠিক ব্যবহার সম্পর্কে যদি বলতে যাই সে ক্ষেত্রে বলবো ময়শ্চারাইজার এর সব থেকে বেশি ব্যবহার আমরা শীতকালে করে থাকি। শীতকালে ময়েশ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে আমরা একটি ইমলিয়ান্ট টাইপ মশ্চারাইজার অর্থাৎ কিছুটা হেভি অথবা ক্রিমবেস একটি মশ্চারাইজার ব্যবহার করতে পারি।
গ্রীষ্মকালে ময়েশ্চারাইজার ব্যবহারের কিছু ক্ষেত্রে কিছুটা লাইট ওয়েট অথবা ওয়াটার বেস মশ্চারাইজার ব্যবহার করা ভালো। এবং যতটা সম্ভব হেভি ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার না করাই ভালো। এছাড়া অন্যান্য আবহাওয়াগুলোতে ত্বকের ধরন এবং আবহাওয়া অনুযায়ী একটি ব্যালেন্স ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। বিভিন্ন জেল বেস ময়েশ্চারাইজার এর ক্ষেত্রে অ্যালোভেরা সমৃদ্ধু ময়শ্চেরাইজার গুলো সব থেকে বেশি হাইড্রেশন দেয়।
ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার:
ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে ড্রাই ত্বকের জন্য একটি রিচ, ক্রিমবেস ময়শ্চারাইজার ব্যবহার সবচেয়ে উপযোগী।
অয়েলি ত্বকের ক্ষেত্রে অবশ্যই রিচ অথবা হেভি টাইপ মশ্চারাইজার ব্যবহার থেকে বিরত থাকতে হবে কারণ এতে করে ত্বকের ওয়েল কন্ট্রোল থাকবে। অয়েলি ত্বকের ক্ষেত্রে অয়েল ফ্রী, লাইট ওয়েট ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে যেটি আপনার ত্বককে হাইড্রেট রাখবে কোনোরকম পোর্স বন্ধ করা ছাড়াই।
কম্বিনেশন ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহারে তেমন কোনো ধরন নেই, এক্ষেত্রে যে ময়শ্চারাইজারটি ব্যবহার করে আপনার ত্বক পরিপূর্ণভাবে হাইড্রেট হচ্ছে সেটি ব্যবহার করা ভালো।
তবে সেনসিটিভ ত্বক গুলোর ক্ষেত্রে অবশ্যই ফ্রেগ্রেন্স ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
কখন এবং কিভাবে মশ্চারাইজার ব্যবহার করবেন:
একটি মসৃণ বেস এবং সারাদিনের জন্য ত্বককে হাইড্রেশন প্রদান করতে চাইলে মেকাপের আগে সকালবেলা ময়শ্চারাইজার ব্যবহার করুন। তবে অতিরিক্ত সুরক্ষার জন্য ময়েশ্চারাইজার ব্যবহারের পরে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে।
ত্বকের বিভিন্ন সমস্যা রিপেয়ার এর জন্য রাতের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্বকের ময়শ্চার লক করতে এবং ত্বককে পুনরায় প্রাণোচ্ছল করতে রাতে ঘুমানোর পূর্বে সামান্য হেভি মশ্চারাইজার ব্যবহার করুন। ময়শ্চারাইজার ব্যবহারের পূর্বে অবশ্যই ত্বককে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ময়শ্চারাইজার এপ্লাই এর ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ একটি টিপস হচ্ছে মুখ পানি দিয়ে ধোয়ার পরে কিছুটা ভেজা থাকা অবস্থাতে ময়শ্চারাইজার এপ্লাই করুন এতে করে আপনি সবচেয়ে ভালো হাইড্রেশন পেতে পারেন। সাধারণ ক্ষেত্রে ত্বকে সকালে এবং রাতে ময়শ্চারাইজার ব্যবহার করা হয় তবে আপনার ত্বকের হাইড্রেশন ঠিক কতটা প্রয়োজন সে অনুযায়ী আপনি ময়শ্চারাইজার যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন।
এটিই ছিল ময়শ্চারাইজার সম্পর্কিত আমাদের আজকের আলোচনা। আবহাওয়া ত্বকের ওপর ভিত্তি করে সঠিক মশ্চারাইজারটি বেছে নেওয়া, এবং তা নিয়মিত ব্যবহার করা একটি স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বক বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। আপনার ত্বক ঠিক কিভাবে কোন মশ্চারাইজারটিকে বেছে নিচ্ছে সেই অনুযায়ী আপনার দৈনন্দিন জীবনে ময়শ্চারাইজার এর ব্যবহার অবশ্যই যুক্ত করুন এবং ত্বককে প্রাণবন্ত ও প্রাণোচ্ছল রাখুন সবসময়।