ত্বকের বৈশিষ্ট্যভেদে সানস্ক্রিন

বর্তমান বিশ্বের সৌন্দর্য সচেতন মানুষ নেই এমনটা খুঁজে পাওয়া অনেক কঠিন। নিজেদেরকে সুন্দর রাখতে অথবা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে আমরা সবাই চাই। নিজেদের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার কথা যখন আসে সেখানে সানস্ক্রিনের বিকল্প নেই বললেই চলে। কিন্তু এই সানস্ক্রিনের যথাযথ ব্যবহার আমরা কয়জন জানি? ত্বকের ধরণ অনুযায়ী সঠিক সানস্ক্রিন বাছাই থেকে সঠিক ব্যবহার পদ্ধতি প্রত্যেকটি দরকার। 

ত্বকের ধরণ অনুযায়ী আমাদের মধ্যে ফাংগাল একনে, সেনসিটিভ, ড্রাই কম্বিনেশন, ওয়েলি, ইত্যাদি হয়ে থাকে। তাই অবশ্যই সানস্ক্রিন ব্যবহারের পূর্বে আমাদের ত্বক কোন ধরনের মধ্যে পড়ে সে বিষয়ে জেনে নেওয়াটা জরুরী। 

এছাড়াও সানস্ক্রিন একটি লম্বা সময়ের জন্য বাছাইয়ের আগে প্যাচ টেস্ট করে নেওয়া অবশ্যই জরুরি। প্যাচ টেস্ট এর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত এবং বিভিন্ন সময় এই প্যাচ টেস্ট টি আমরা এড়িয়ে গেলেও ত্বকের সচেতনতার ক্ষেত্রে এটি দরকারী। 

সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে অনেকের মধ্যে একটি চিন্তা থাকে সানস্ক্রিন ব্যবহারে সঠিক বয়স এবং নারী পুরুষ উভয়ের ব্যবহারের ক্ষেত্রে। এ ক্ষেত্রে বলা যায় সানস্ক্রিন ব্যবহারে নির্দিষ্ট কোন বয়সের সীমা নেই। এটি ১৬ থেকে ১৮ অথবা তার কম বয়স থেকেও নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। 

ব্যবহারবিধি:
আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা সানস্ক্রিনের ঠিকঠাক ব্যবহার অথবা কতটা পরিমাণ কিংবা ঠিক কয়বার ব্যবহার করতে হয় তা সম্পর্কে জানিনা। সময়ের ক্ষেত্রে সানস্ক্রিনের ঠিকঠাক ব্যবহার হচ্ছে প্রতি দুই থেকে তিন ঘণ্টা পর ত্বকে এপ্লাই করা। আমরা অনেকেই এই বিষয়টি এড়িয়ে গেলেও সানস্ক্রিনের রি-এপ্লাই  খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ নির্দিষ্ট সময় ধরে সানস্ক্রিন আমাদের ত্বকের ওপর কাজ করে এবং একটি সময়ের পর ধুলোবালি, ময়লা ইত্যাদি সমস্যা থেকে ত্বককে রক্ষার জন্য রি-এপ্লাই জরুরী। এছাড়াও বাইরে বের হবার কমপক্ষে ৩০ মিনিট আগে সানস্ক্রিন এপ্লাই করতে হবে। 
ত্বকের গঠন অনুযায়ী সানস্ক্রিনের পরিমাণে আলাদা হতে পারে তবে সাধারণ ক্ষেত্রে দুই আঙ্গুল পরিমাণ ব্যবহার করা যেতে পারে। মুখের ত্বক এবং গলার ত্বক উভয়েই সানস্ক্রিন জরুরী, পরিপূর্ণ সান ট্যান থেকে রক্ষা পাওয়ার জন্য। 
অনেক সময় আমরা দেখি সানস্ক্রিনের কনসিসটেন্সির  জন্য যথাযথ একটি সানস্ক্রিন বাছাই করলেও সেটি ত্বকে পরিপূর্ণভাবে থাকে না। এর কারণ সানস্ক্রিন এপ্লাই এর পর একটি ভালো কম্প্যাক্ট পাউডার অথবা বানানা লুজ পাউডার দিয়ে অবশ্যই সানস্ক্রিন টি সেট করে নেওয়া জরুরী। এক্ষেত্রে বেনানা লুজ পাউডার সবচেয়ে ভালো কাজ করে। 

এটুকুই ছিল আমাদের আজকের সানস্ক্রিন বিষয়ক আলোচনা। আশা করি খুব সহজ ভাষায় আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দিতে পেরেছি। সানস্ক্রিন ব্যবহারের নিয়ম এবং এর গুরুত্ব বুঝে থাকলে আজকেই আপনার ত্বকের যত্নে যুক্ত করে ফেলুন সঠিক সানস্ক্রিনটি। এছাড়াও উন্নত মানের সানস্ক্রিন অথবা যেকোনো অথেন্টিক মেকাপস্কিন কেয়ার এর ক্ষেত্রে HG Beauty BD  একটি বেস্ট অপশন আপনার জন্য

HOME
SHOP
ACCOUNT
CART